০২ ব্যাচ লেখক সংবর্ধনা-২০২৪ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | PNN
২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ
- এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ এর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলায় সংগঠনের ফাউন্ডার এডমিন মাহমুদ হাসান সুমনের সভাপতিত্বে আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ পুস্তক সমিতি’র অফিসে ০২ ব্যাচের লেখক বন্ধুদের জমকালো সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এতে মধ্যে উপস্থিত ছিলেন এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশের মডারেটর সৈকত কুমার সাহা,মিজানুর রহমান খান বাবু,রাহাত আহমেদ রানা,শামীম হাসান চৌধুরী,রিপা ওয়াহিদ,ব্যারিষ্টার বেনজীর হোসাইন।
লেখক বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মনদীপ ঘরাই,ড. মহিবুল্লাহ শাহীন,রাফিউল আযম,সানাউল্লাহ সাগর,মুস্তাফিজ জুয়েল,মঈনুল রনি,সারিতা চৌধুরী, তৌফিক মিথুন,তাসনীম সাদিয়া সুহানা,রিপন মাহমুদ,কাউছারুজ্জামান রুবেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মাদ আল-আমীন রাসেল,শরিয়ত উল্লাহ রাজিব,আমিনুল ইসলাম,এনামুল হক,আঁখি আক্তার,ফারুক মাতবর,রিনা ফারুক, সৈয়দ সনি ও রনি প্রমূখ।
প্রোগ্রামে সম্পূর্ণ স্পন্সর করেন দেওয়ান কার এর সত্তাধিকার মাহমুদ হাসান সুমন ও বেস্ট ডেভেলপমেন্ট লি: এর শরিফুল ইসলাম মজুমদার।