১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

হোটেল বুকিংয়ে যেসব ভুল এড়িয়ে চলবেন


Desk Report | PNN

২৭ মে, ২০২৩, ১:৪১ অপরাহ্ণ

দেশ-বিদেশ ভ্রমণে ঝামেলাহীনভাবে থাকার জন্য হোটেল একমাত্র ভরসা। আজকাল হোটেল বুকিং করা বেশ সহজ। তবে সচরাচর থার্ড পার্টি কিংবা অপরিচিত উপায়ে টাকা বাঁচানোর চিন্তা করতে গিয়ে কিছু ভুল হয়ে যায়। সেসব ভুল শেষ পর্যন্ত বাড়তি খরচ ডেকে আনে। তাই ভ্রমণের সময় হোটেল বুকিংয়ে যেসব বিষয় মাথায় রাখতে হবে চলুন জেনে নিই

থার্ড পার্টি বুকিং ওয়েবসাইট

আজকাল অনেক বুকিং ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে। তবে সব বুকিং সাইট নির্ভরযোগ্য নয়। অনেকে গুগলে সার্চ করে অল্প দাম বিচার করে বুকিং করেন। পরে ওই হোটেলে থাকার জায়গা তো পান না একই সঙ্গে নিরাপত্তার ঝুঁকিতেও পড়েন। সে জন্য থার্ড পার্টি বুকিং ওয়েবসাইট ব্যবহার না করাই ভালো।

বিনা মূল্যে রিজার্ভেশন বাতিলের জন্য বাড়তি ব্যয়

অনেকেই থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে থাকেন সম্পূর্ণ বিনা মূল্যে রিজার্ভেশন বাতিলের সুবিধার জন্য। এটি ভালো একটি পদ্ধতি হলেও এ কাজে আপনার খরচ কয়েক হাজার টাকার মতো বেড়ে যেতে পারে। কারণ, বেশির ভাগ হোটেলেই ‘সেম ডে ক্যানসেলেশন’ পদ্ধতি অর্থাৎ একই দিনে বুকিং করে আবার কোনো রকম বাড়তি খরচ ছাড়া ওই রিজার্ভেশন বাতিল করার সুযোগ আছে। তাই বাড়তি খরচ করে রিজার্ভেশন বাতিলের সুবিধা নেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন পড়ে না।

শেষ মুহূর্তে অভিযোগ করা

চেক-আউটের সময় রুম নিয়ে অভিযোগ করে থাকেন অনেকেই। এর কোনো মানে নেই। রুমে কোনো সমস্যা খুঁজে পেলে তবে আপনার উচিত শুরুতেই হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে নেওয়া। অভিযোগ জানানো হলে কর্মীরা বেশির ভাগ সময়ই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলতে পারেন।