১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হাকালুকি যুব সাহিত্য পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প


Press Release | PNN

৮ জুলাই, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে বন্যায় আক্রান্তদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) হাকালুকি হাওর তীরের ভুকশিমইল স্কুল এন্ড কলেজ ও বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের উপদেষ্ঠা ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ময়নুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক ময়নুল ইসলাম সোহাগ, সিলেট পপুলার মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা: এমাদুল ইসলাম সানি, মৌলভীবাজার ম্যাটস এর মেডিকেল সহকারী নাহিদা আক্তার, যুবরাজ দাশ হৃদয় ও অমৃত সূত্রধর।