৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চান না মুগ্ধর বাবা


| PNN

২৪ মার্চ, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চান না বলে জানিয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।

রোববার (২৩ মার্চ) রাজধানীর উত্তরায় এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে উত্তরা মুগ্ধ মঞ্চে এ ইফতারের আয়োজন করেন ‘আমার ঢাকা ফাউন্ডেশনে’র চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের বাবা মো. কবীর হোসেন, শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহীদ সামিউ আমান নুরের বাবা মো. আমান উল্লাহ শহীদ, মো. সানজিদ হোসেন মৃধার বাবা মো. কবির হোসেন মৃধা।

ইফতার মাহফিলে মীর মুগ্ধর বাবা বলেন, হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, ফ্যাসিবাদের বিদায় করতে। আহত চোখ হারা হাত-পা হারাদের অঙ্গহানির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা এখনো সুচিকিৎসা পায়নি, এর আগে কীসের নির্বাচন?

তিনি বলেন, আগে বিচার, খুনিদের বিচার, গুমকারীদের বিচার হতে হবে।