১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেললাইন উদ্বোধন : রেলমন্ত্রী


Online Desk | PNN

১৭ মে, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষের পথে। এ বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হলে সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করবেন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেহেতু বড় প্রকল্প উদ্বোধন করা যায় না, তাই এর আগে করা হবে।

বুধবার (১৭ মে) দুপুরে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এসময় আরও বলেন, নির্মাণের এক বছর পর পরীক্ষামূলক পরিচালনা করানো হবে। এ রেলপথ ডুয়েল গেজে নির্মাণ হলেও শুরুর দিকে মিটার গেজে চলবে। কেননা বাংলাদেশে এখনো মিটার গেজ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা বাংলাদেশের পুরো রেলপথ ডুয়েল গেজের আওতায় আনা হবে। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত শিগগির ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে।