১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে


Online Desk | PNN

১৭ মে, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ

সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৩ মে। প্রতিদিন সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটের বিমান অফিস সূত্রে জানা যায়, গত বছর থেকে এবার সিলেটের হজযাত্রী দ্বিগুণ হওয়ার বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে হজ ফ্লাইট বাড়ানো হয়েছে। সিলেট অঞ্চলের মোট ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে সাতটি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন সিলেট-জেদ্দা। এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে। সিলেটবাসীর দাবি পূরণে সাতটি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।