১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে ২দিনের বিশাল এডুকেশন এক্সপো


এমদাদুল হক | PNN

১ জুন, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ

সিলেটের আমান উল্লাহ কনভেনশন হলে ২দিনের বিশাল এডুকেশন এক্সপো শুরু হয়েছে। 𝐍𝐑𝐁𝐂 𝐁𝐚𝐧𝐤 এর সৌজন্যে এবারের 𝟏𝟎𝐭𝐡 𝐅𝐀𝐂𝐃 𝐂𝐀𝐁 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐄𝐱𝐩𝐨 𝟐𝟎𝟐𝟒-এ বিশ্বব্যাপী ৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয় ও এর প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ রয়েছে।

 

Expo তে থাকছে UK, USA, Canada, Australia, New Zealand, France, Sweden, Finland, Norway, Germany, Netherlands, Malta, Hungary, Poland, Portugal, Spain, Romania, Croatia, Malaysia & Dubai এর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।

 

এ বিষয়ে জানতে চাইলে গ্লোবাল এডুকেশন কেয়ারের সিইও আব্দুল্লাহ আল নোমান ফটোনিউজ নেটওয়ার্ককে বলেন, বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে দেশের সবচেয়ে বড় Education Expoঅনুষ্ঠিত হচ্ছে সিলেটে। বিশ্বের খ্যাতনামা ৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয় ও ৪০ টিরও বেশি Education Agency থাকছে এই Education Expo-তে। গ্লোবাল এডুকেশন কেয়ারেরও স্টল দিয়েছি এবং বেশকিছু অফারও দিচ্ছি আমরা এখানে।

 

এছাড়াও 𝐅𝐑𝐄𝐄 𝐄𝐍𝐓𝐑’র এই ইভেন্ট-এ থাকছে- বিশ্বব্যাপী ৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয় ও এর প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ। ৪০ টিরও বেশি Education Agency-দের বিভিন্ন প্রোগ্রাম/সুযোগ-সুবিধা সম্পর্কে জানার সুযোগ। স্কলারশিপ সহ যাবতীয় Paper Assessment ও Spot Admission.স্বপ্নের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে দক্ষ দিকনির্দেশনা। একাডেমিক বিভিন্ন বিষয়ে সরাসরি সহায়তা প্রদান।

 

ইভেন্ট এর বিস্তারিত:
• তারিখ: ১লা ও ২রা জুন, ২০২৪
• সময়: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা।
• ভেন্যু: আমান উল্লাহ কনভেনশন হল, সিলেট
• রেজিস্ট্রেশন লিংক: https://rb.gy/lffzgw (𝐅𝐑𝐄𝐄!)