১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাড়ে ৬ হাজারের বেশি ভারতীয়কে ভিসা দিচ্ছে পাকিস্তান


| PNN

৯ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ণ

শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বৈশাখী’ উপলক্ষ্যে চলতি এপ্রিল মাসে ৬ হাজার ৫ শতাধিক ভারতীয়কে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির পাকিস্তানি হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

খ্রিস্টিয় ১৫ শতকে অবিভক্ত পাঞ্জাবে শিখ ধর্মের উত্থান ঘটে। ১৯৪৭ সালে পাঞ্জাব ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিখণ্ডিত হয়। শিখ ধর্মের অনেক গুরুত্বপূর্ণ মন্দির ও তীর্থস্থান পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে।

শিখ ধর্মাবলম্বীদের বৈশাখী উৎসব হবে ১০ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। পাকিস্তানি হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পর্যটক ও দর্শনার্থীরা পাঞ্জাবের গুরুদুয়ারা পাঞ্জা সাহিব, গুরুদুয়ারা নানকানা সাহিব এবং গুরুদুয়ারা কর্তারপুর সাহিবে ভ্রমণ করতে পারবেন।

নয়াদিল্লির পাকিস্তান হাইকিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইশ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, “ভারতের জনগণের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। ইসলামাবাদ বরাবরই ভারতের জনগণ, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীদিত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও তাকে এগিয়ে নিতে আগ্রহী।”

চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, সামনের বছরগুলোতেও ভারতীয়দের ভিসা প্রদানের এ ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে ‘প্রটোকল অন ভিসিট টু রিলিজিয়াস শ্রিনস’ নামে একটি চুক্তি স্বাক্ষ করেছিল নয়াদিল্লি ও ইসলামাবাদ। তারপর থেকে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উপলক্ষ্যে দুই দেশের বিপুল সংখ্যক দর্শণার্থী ও তীর্থযাত্রী ভারত ও পাকিস্তানে ভ্রমণ করেন।