১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৭ হিজরি

সাগরনাল হাইস্কুলের রেজাল্ট ভালো, কিন্তু সাগরনাল মাদ্রাসার রেজাল্ট খারাপ!


এমদাদুল হক | PNN

২৮ জুলাই, ২০২৩, ৬:৫৮ পূর্বাহ্ণ

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে সাগরনাল উচ্চ বিদ্যালয়ে পাশের হার বেড়েছে কিন্তু অপরদিকে পাশের হার কমেছে সাগরনাল মাদ্রাসায়।

 

সাগরনাল উচ্চ বিদ্যালয়ে পাশের হার বেড়ে যাওয়ায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী মহাখুশি।

 

এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার অভিভাবকরা আরও আন্তরিক হলে আমরা আমাদের এই সফলতার ধারা অব্যাহত রাখতে পারবো। আমরা উপজেলার মধ্যে সেরা হওয়ার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি।

 

রাশেদা আক্তার আরও বলেন, আমার স্কুলের শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী রাখার জন্য আমরা সকল শিক্ষক খুব বেশি সতর্ক এবং আন্তরিক আছি। আশাকরি আগামীতে স্কুলের ফলাফল সহ সার্বিক উন্নয়নে আরও ভালো ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ।

 

এদিকে ঐতিহ্যবাহী সাগরনাল মাদ্রাসায় পাশের হার মারাত্মকভাবে কমে যাওয়ায় এলাকার অভিভাবকদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে।

 

জানা গেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন এবং পড়ালেখায় মনোযোগ দিচ্ছেন না। যার ফলে আগের তুলনায় এবার মাদ্রাসার রেজাল্ট খুবই খারাপ হয়েছে।