১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযানে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার


Amdadul Haque | PNN

২৬ জুন, ২০২৩, ৬:০২ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারি চক্রের অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে অধিক মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রগুলো বেশ সক্রিয়। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে।

এসকল কালোবাজারিদের গ্রেফতারে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর এরকম একটি সংঘবদ্ধ কালোবাজারি চক্রের সন্ধান পায় র‌্যাব-৯, সিলেট।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৫ জুন ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া ইউপিস্থ মৌলভীবাজার সড়ক (০৩ নং পুল) এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজারে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার নিকট থেকে নিজের ব্যবহৃত স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ০১টি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কালোবাজারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া (৩নং পুল) এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য্য এর
ছেলে।

র‌্যাব-৯, সিলেট এর সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।