২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার


| PNN

২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের পর্যটন খাতকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট-২০২৩।

মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) এবং বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট (বিবিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, মুজিবস বাংলাদেশ’র চলমান উদযাপনের সঙ্গে সংগতি রেখে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১০ম এটিএফ এবং বিটিডিএস ২০২৩ এর আয়োজন হতে চলেছে। যা ইতোমধ্যে পর্যটন জগৎ এবং এশিয়ার ভ্রমণ ক্যালেন্ডারে একটি অন্যতম প্রধান জায়গা অর্জন করে নিয়েছে। গত ৯ বছরে এশিয়ান ট্যুরিজম ফেয়ার এ অঞ্চলের ভ্রমণপিপাসু মানুষ ও পর্যটন পেশাদারদের একত্রিত হওয়ার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, এই মেলার মাধ্যমে পর্যটকরা লোভনীয় ভ্রমণ গন্তব্য, অনন্য অভিজ্ঞতা এবং বিশেষ ভ্রমণ প্যাকেজের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। কোলাহলপূর্ণ শহর থেকে নিরিবিলি সৈকত, ঐতিহাসিক স্থান থেকে আধুনিক আকর্ষণ- ভ্রমণের প্রতিটি দিককে ভালোভাবে তুলে ধরবে এবারের মেলা। ঢাকা, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ একাধিক দেশের ১৫০টি পর্যটন সংস্থা এতে অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট শিবলুল আজম কোরায়েশি, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়ার) প্রতিষ্ঠাতা সভাপতি খবিরউদ্দিন আহম্মেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানব সম্পদ কর্মকতা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।