১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রফিক’স এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বিজ্ঞপ্তি | PNN

৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিটিশ কাউন্সিল ও রেজিস্টার্ড পার্টনার এবং ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার ট্রেনিং সেন্টার রফিক’স এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্টেশন রোডের ইস্টার্ন শপিং কমপ্লেক্সের ৩য় তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা, শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও নতুন অফিস উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী রফিক সুমনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর ছালিম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, অভিভাবক সৈয়দ রফিকুল ইসলাম, ভিশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।