১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে সাংবাদিক‌ নাঈমকে হুমকি, থানায় জিডি


Online Desk | PNN

১১ জুলাই, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ

‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে!’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈমকে মোবাইল ফোনে কল দিয়ে অসদাচারণ ও হুমকি প্রদান করা হয়েছে। এঘটনার তিনি মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার মডেল থানায় তিনি জিডি দায়ের করেন।

 

জিডি সূত্রে জানা যায়, গত ০৯ জুলাই চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি তথ্য জানতে ০৭নং চাঁদনীঘাট ইউপি বর্তমান চেয়ারম্যান আখতার উদ্দিনকে কল করে তথ্য নিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান আখতার উদ্দিন নাঈমের অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে নাঈমের নাম ও ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে সংবাদ প্রকাশ নিয়ে একটি পোস্ট করেন। এরই ধারাবাহিকতায় সংবাদ প্রকাশের বিষয় নিয়ে গত ১০ জুলাই দুপুরে সাংবাদিক নাঈমের ব্যবহৃত মোবাইল নাম্বার 01706-624632 এ অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার 01831-524641 ও 01620-772185 থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও একা পাইলে দেখে নিবে বলিয়া হুমকি দেয়।

 

এবিষয়ে ওমর ফারুক নাঈম বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সুর্নিদিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমি নিউজটি করেছি। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান আমার অনুমতি ছাড়া আমার নাম ও মোবাইল নাম্বার তার ফেইসবুকে পোস্ট করেছেন। এটি একটি সাইবার অপরাধ। নিউজে উনার বক্তব্য আছে। চাইলে পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু আমার পেশাগত কাজে বাধা সৃষ্টি ও আমাকে লাঞ্চিত করার অধিকার তিনি রাখেন‌ না। বর্তমানে অজ্ঞাতনাম ব্যক্তির হুমকির বিষয়ে আমি ও আমার পরিবার ক্ষতিসাধনের আশংকায় আছি।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, বিষয়টি জানি। আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনি জিডি করেছেন এবং ওনার সাথে কথা হয়েছে। থানা এটা নিয়ে কাজ করছে।