২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মালদ্বীপের থুলুসধু দ্বীপ পরিদর্শন করেন হাইকমিশনের একটি প্রতিনিধিদল


Online Desk | PNN

২৩ মে, ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ

গত ১৯-২০ মে মালদ্বীপের থুলুসধু দ্বীপ পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ। হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। সফরকালে থুলুসধু দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি কর্মস্থল পরিদর্শন করা হয়।

এছাড়াও ১৯ মে সন্ধ্যায় স্থানীয় স্যোসাল সেন্টারে প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহণ, ই পাসপোর্ট,  স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন  তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশি কর্মীরা এয়ারপোর্টে হয়রানি বন্ধ, দ্রুত পাসপোর্ট প্রদান, রেমিটেন্স প্রেরণ সহজীকরন ও অভিবাসন ব্যয় হ্রাস ইত্যাদি বিষয়ে অনুরোধ জানান।

সোহেল পারভেজ তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে কাজ করার আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন।

সফরকালে থুলুসধু আইল্যান্ড কাউন্সিল এর প্রেসিডেন্ট ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড-এ প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতার  আশ্বাস প্রদান করেন।