৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মার্চে দেড়শ কোটি টাকা দামের চোরাচালান পণ্য জব্দ: বিজিবি


| PNN

৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ণ

দেশের সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মার্চে প্রায় সাড়ে সাত লাখ ইয়াবাসহ চোরাচালানের বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের দাম ১৫২ কোটি ৮ লাখ টাকা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে ৩টি ওয়ান শুটারগান, ৪৬টি গুলি, ৩৩ হাজার ১০০টি সিসার গুলি, ৭ কেজি ৯৫৮ গ্রাম সোনা এবং ৪টি কষ্টিপাথরের মূর্তি রয়েছে।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭ লাখ ৪৭ হাজার ১৬১টি ইয়াবা, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার ২৪২ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৭৭ বোতল বিদেশি মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১ হাজার ২৩৫ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫ হাজার ২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট রয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত অভিযোগে ১৩৪ জন চোরাকারবারি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।