মানারাত ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
এমদাদুল হক | PNN
৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস অ্যাবরোড: প্রসপেক্টাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে এ সেমিনার হয়।
গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এর আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আব্দুছ ছবুর খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিজিইডির পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন রয়্যাল প্যাসিফিক কনসাল্টেন্সির চেয়ারম্যান আবু রেজা মো. ইয়াহিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলতাফ হোসেন ও রয়্যাল প্যাসিফিক কেয়ার অস্ট্রেলিয়ার সিইও মোহাম্মদ আকতার হোসেন।
সিজিইডির শিক্ষক মো. ত্বহা ও সুবাতা জান্নাত রিয়ার সঞ্চালনায় সেমিনারের আলোচকেরা বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব, পদ্ধতি, গবেষণার কৌশল, আইএলটিএস, গবেষণার জন্য উপযুক্ত বিশ্ববিদ্যালয়, যথাযথ দেশ ও অধ্যাপক অনুসন্ধান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। সেমিনার শেষে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।