ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: ফারুক ই আজম
| PNN
১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সক্রিয় আছেন। তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থান অধিদপ্তর পরবর্তীতে কার্যকর থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- নতুন যে সরকার আসবে, তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেই আসবে বলে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, টিআর- কাবিখা তে বরাদ্দ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। যথাযথভাবে যেন পুনর্বাসন কার্যক্রম চলে। এখন থেকে ইউএনওরা টিনসহ কিছু সামগ্রী স্থানীয়ভাবে সরকারের নিয়ম অনুযায়ী কিনবেন।