১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ভারতে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতলেন যাঁরা


Online Desk | PNN

৫ জুন, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ

ভারতের লোকসভা নির্বাচনের ফল গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তিন শ আসন ছুঁতে পারেনি। দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ‘ইন্ডিয়া’ জোট।

 

ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। বিজেপির স্মৃতি ইরানিসহ হেভিওয়েট অনেকে হারলেও কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন। এমন কয়েকজনকে নিয়ে এই আয়োজন—

 

তাঁদের মধ্যে সবার ওপরে রয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের সংসদ সদস্য শংকর লালওয়ানি। বিজেপির এই প্রার্থী ১১ লাখ ৭২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

 

রাকিবুল হুসেইন ভোটে দাঁড়িয়েছিলেন আমাসের ধুবড়ি আসন থেকে। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন ১০ লাখ ১২ হাজার ভোটের ব্যবধানে।

 

তালিকায় এর পরে আছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম। বিজেপির এ নেতা জয় পেয়েছেন ৮ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে। মধ্যপ্রদেশের ভিদিশা আসন থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি।

 

বিজেপি নেতা সি আর পাতিলের ভোটের ব্যবধান ৭ লাখ ৭৩ হাজার। বিজেপির এই নেতা জয় পেয়েছেন গুজরাটের নাভসারি আসন থেকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ৬ লাখ ৮৯ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার নিয়ে তৃতীয় দফায় সংসদ সদস্য হলেন পাতিল। ভোটের ব্যবধানে নিজের গড়া আগের রেকর্ড ভেঙেছেন।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ ভোটে দাঁড়িয়েছিলেন গুজরাটের গান্ধীনগর থেকে। জিতেছেন ৭ লাখ ৪৪ হাজার ভোটের ব্যবধানে।

 

এ ছাড়া বিজেপি নেতা ও কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসন থেকে ৫ লাখ ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।