৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন: জয়শঙ্কর


| PNN

২৩ মার্চ, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না। গতকাল ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বেশির ভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে।

বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ার, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদই, তামিলনাড়ুর ভাইকোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন, বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র মারফত জানা যায়, বৈঠকে সংসদ সদস্যরা প্রশ্ন করেন- শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল, এটা কি ভারত সরকার জানত না? জবাবে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন।

বাংলাদেশে ছাত্রদের নেপথ্যে কারা রয়েছেন এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। তিনি চীনের দিকে ইশারা করেন। তার উত্তরে সংসদ সদস্যরা সন্তুষ্ট হননি। এরপর প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে।

মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।’