৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্ব-বাণিজ্য-সংস্থার সম্মেলনে দুবাই যাচ্ছেন সাংবাদিক নাঈম ও কামরান


| PNN

২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২০ পূর্বাহ্ণ

বিশ্ব-বাণিজ্য-সংস্থার মন্ত্রীপর্যায়ের ১৩তম সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন দৈনিক কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম ও যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন’র স্টাফ রিপোর্টার কামরান আহমদ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভিসতারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে মুম্বাই হয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

নাঈম ও কামরান জানান, বিশ্ব-বাণিজ্য-সংস্থার সম্মেলনের সংবাদ সংগ্রহ করার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, রাস আল খাইমা, আল আইনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। পরে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ তারা দেশে ফিরবেন।