১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিমানে যে কাজগুলো করা উচিত নয়, যা বলছে গবেষণা


Desk Report | PNN

২৯ মে, ২০২৩, ৭:৫১ পূর্বাহ্ণ

বিমানে ভ্রমণের সময় কিছু প্রয়োজনীয় আচরণ নিয়ে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগোভ’। সম্প্রতি ওই গবেষণার ফল প্রকাশ করেছে ট্রাভেল অ্যান্ড লেইজার। প্রতি বছরই বিমান ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রে এমন এক হাজার ২১৯ জন প্রপ্তবয়স্ক নাগরিকের ওপর এই গবেষণা চালানো হয়। এতে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকরা। যেমন, সিটে পেছনের দিকে হেলে বসা, বাইরের খাবার নিয়ে বিমানে ওঠা, পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ ইত্যাদি। চলুন জেনে নেই গবেষণার জিজ্ঞাসা ও তার ফলাফল কী ছিল—

বিমানে কি বেশি কথা বলা যথাযথ?

ইউগোভ জানিয়েছে, ৩৫ শতাংশ বিমানে ভ্রমণকারী এ প্রশ্নের উত্তরে জানান, বিমানে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলাই যায়, তবে এর চেয়ে বেশি না বলাই ভালো। ৩২ শতাংশ যাত্রীর মতে, পাশে বসা যাত্রীর সঙ্গে খুব অল্প আলাপচারিতা করা ঠিক আছে। কিন্তু শুধু পাঁচ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে ভ্রমণের সময় অনেক কথা বলা দোষের কিছু নয়।

সিট বেশি হেলিয়ে বসা কি ঠিক?

এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ বিমানের যাত্রীর পক্ষে মত দিয়েছেন। তারা জানান, বিমানে বেশি হেলে বসা অন্যায় কিছু না। কারণ, বিমানে এভাবে বসাকে অনেকেই যথাযথ মনে করেন। এভাবে বসার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নারীরা। বিমানে প্রায় ৩৮ শতাংশ নারী ও ২৯ শতাংশ পুরুষ তাদের সিটে অতিমাত্রায় হেলান দিয়ে বসেন।

গবেষণায় দেখা যায়, এই আচরণের সঙ্গে যাত্রীদের বার্ষিক আয়ের একটি প্রভাব আছে। যারা বছরে ৮০ হাজার ডলার (প্রায় ৬৮ লাখ টাকা) আয় করেন তারাই এভাবে বসার পক্ষে মত দিয়েছেন। কিন্তু যারা বছরে ৪০ হাজার ডলার আয় করেন তারা এভাবে কম বসেন।

জুতা খুলে পা তুলে বসা কি ঠিক?

এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ যাত্রী জানান, বিমানে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্কদের জুতা খুলে সিটের উপর পা তুলে বসা একেবারেই উচিত নয়। তবে শিশুদের বেলায় এটা স্বাভাবিক ব্যাপার। বিমানে জুতা খুলে পা তুলে বসা দৃষ্টিকটূ একটা ব্যাপার।

বাইরের খাবার নিয়ে বিমানে উঠা যাবে?

এই প্রশ্নের উত্তরে যাত্রীরা জানান, বিমানের ভেতর প্রায় ৬৯ শতাংশ যাত্রী বাইরের খাবারের গন্ধে অনেক সময় বিরক্ত হন।

পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ করা উচিত?

যুক্তরাষ্ট্রে পোষাপ্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুকুর। ৬৬ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে কুকুর নিয়ে ভ্রমণ করা দোষের কিছু না। আর ৫২ শতাংশ যাত্রী মনে করেন, ইঁদুর ও বিড়াল নিয়ে বিমানে ভ্রমণ করা যেতে পারে। অন্যদিকে ৬৬ শতাংশ মানুষ মনে করেন বিমানে সাপ ও ৬৪ শতাংশ মানুষ ময়ূর নিয়ে ভ্রমণের পক্ষে মত দিয়েছেন।