১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বিমানের লন্ডন-সিলেট রুটে প্রতারক ট্রাভেল এজেন্সির ফাঁদ!


Online Desk | PNN

৪ জুন, ২০২৩, ৪:৪৩ পূর্বাহ্ণ

লন্ডন-সিলেট রুটে যাতায়াতের জন্য যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দ বিমান। জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় এ বিমান সংস্থাটির সেবার মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও এ রুটের প্রায় প্রতিটি ফ্লাইটই চলাচল করে পূর্ণ যাত্রী নিয়ে।

তবে প্রতারক চক্রের কবলে পড়ে অনেকেই লন্ডনের বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কাটলেও বিমানবন্দরে গিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।

লন্ডন হয়ে সিলেট যাওয়ার জন্য অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছিলেন যুক্তরাজ্য প্রবাসী জয়নুল উদ্দিন। বিমানের রেফারেন্স নম্বর থেকে শুরু করে টিকিটের বিস্তারিত অনলাইনে দেখা গেলেও, বিমানবন্দরে এসে জানতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এটি ব্যবহার করে তিনি দেশে যেতে পারবেন না।

অনেকদিন ধরেই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা।

মূলত ভারতীয় ও পাকিস্তানিরাই এই প্রতারক চক্রের সদস্য হলেও, রয়েছে বাংলাদেশিরাও। প্রতারণার এমন অভিনব কৌশল দেখে হতবাক লন্ডনের ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও। তাই প্রতারণার হাত থেকে রেহাই পেতে অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুকিংয়ের পরামর্শ বিমান কর্তৃপক্ষের।

এ বিষয়ে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে ইউকে বিমান অ্যাপ্রুভড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল খান বলেন, আপনারা অনলাইন থেকে টেলিফোন নাম্বার বের করে যখন টিকিট বুকিং করতে যাবেন, তখন নিশ্চিত হয়ে নেবেন আপনি যে ট্রাভেল এজিন্সি খুঁজতেছেন, সেই ট্রাভেলেই ফোন করেছেন কিনা।

যুক্তরাজ্যের বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইরতেজা কামাল চৌধুরী বলেন, বিমান অ্যাপ্রুভড নেই এমন ট্রাভেল এজেন্সি থেকে আপনার টিকিট কিনবেন না।

বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেষ্টার বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।