২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’


নিউজ ডেস্ক | PNN

২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ

বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

 

শনিবার (২৫ অক্টোবর) পিআরসহ পাঁচ দফা দাবিতে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ প্রতিবাদের অংশ হিসেবে খেলাফত মজলিস এই মিছিল সমাবেশের আয়োজন করে।

দুপুরে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইটে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির শীর্ষ নেতা মামুনুল হক।

তিনি বলেন, ‘৭২- এর সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সোজা পথে দাবি আদায় না হলে নেতাকর্মীরা জানেন কীভাবে আদায় করতে হয়।’

 

এসময় জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানান মামুনুল হক।