১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ পোস্টে শরীফ শাহাব উদ্দিনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা


News Desk | PNN

৭ নভেম্বর, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্ণ

ইংরেজি জাতীয় দৈনিক বাংলাদেশ পোস্ট পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মচারীরা পত্রিকাটির সম্পাদক (অফিসিয়ালি প্রধান সম্পাদক) শরীফ শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। তাঁকে এই পত্রিকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। অনাস্থা প্রকাশ ও অবাঞ্চিত ঘোষণা করার সংবাদটি আজ (০৭/১১/২০২৩) বাংলাদেশ পোস্ট পত্রিকায় ছাপা হয়েছে।

 

প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ’বাংলাদেশ পোস্ট সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ’ এর এক সভায় সম্প্রতি সর্বসম্মতভাবে অনাস্থা প্রকাশ করা হয় এবং অবাঞ্চিত ঘোষণা করা হয়। সভায় অভিমত প্রকাশ করা হয় যে, দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ, স্বজনপ্রীতি, এবং অপেশাদার আচরণের সাথে শরীফ শাহাব উদ্দিন সম্পৃক্ত। এতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রুপের মালিকানাধিন পত্রিকাটির উপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

 

সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ পোস্ট পত্রিকার নিউজরুমে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের এই বৈঠক পরিষদের আহবায়ক দুর্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পোস্টের সাংবাদিক ও কর্মচারীরা শরীফ শাহাব উদ্দিনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

 

উল্লেখ্য, ইতোপুর্বে শরীফ শাহাব উদ্দিন তাঁর সহকর্মী সাংবাদিকদের সাথে বিশ্বাসঘাতকতা করে গোপনে দেশ ত্যাগ করেন। সভা থেকে বাংলাদেশ পোস্ট সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ পত্রিকার প্রকাশককে অনুরোধ জানান, পত্রিকার বৃহত্তর স্বার্থে অবিলম্বে শরীফ শাহাব উদ্দিনের বিষয়ে যেন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

উল্লেখ্য, ইতোপুর্বে পত্রিকার প্রিন্টার্স লাইন থেকে ’প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিন’ ফেলে দিয়েছে পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক ও কর্মচারীরা। এর আগে তারা সম্পাদকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

 

এ প্রসঙ্গে দুর্জয় রায় বলেন, বাংলাদেশ পোস্ট পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মচারীরা সাহসিকতার সাথে সাংবাদিকতা ও পেশাদারিত্বের পক্ষে অবস্থান নিয়েছে। শরীফ শাহাব উদ্দিনের অপসাংবাদিকতা ও অপেশাদারিত্বের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বাংলাদেশ পোস্ট একটি সম্ভাবনাময় পত্রিকা। এই পত্রিকার অফুরন্ত সম্ভাবনাকে মেলে ধরতে শরীফ শাহাব উদ্দিনের সরে যাওয়ার কোন বিকল্প নেই।

 

তিনি আরো বলেন, শরীফ শাহাব উদ্দিন অবাঞ্চিত হওয়ার পর থেকে পত্রিকাটি ঘুরে দাঁড়াচ্ছে, ভালো করছে। বিগত কয়েক দিনে পত্রিকায় ইতিবাচক পরিবর্তন লক্ষনীয়। যে সম্ভাবনার হাতছানি দিয়ে ডেইলি বাংলাদেশ পোস্ট যাত্রা শুরু করেছিল, সেই সম্ভাবনার পথে আবারো হাঁটা শুরু করেছে দৈনিকটি।