৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার


| PNN

৮ মার্চ, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ

চলতি বছরের মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিষয়টি জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন।

ভিক্টোরিয়া আগামী মে মাসে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।

উল্লেখ্য, ১২৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২০২৪ সালে মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম কোনো জয়।