বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে ভারতীয় যুবক আটক
| PNN
১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে ভারতের ত্রিপুরার খোয়াইয়ের সিঙ্গিছেঁড়া থেকে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর পাওয়ার পর আগরতলার কাস্টমস বিভাগ অভিযানে নামে। তারা গোপন সূত্রের বরাতে জানতে পারে রোববার (৭ ফেব্রুয়ারি) ওই ব্যক্তি লুমডিং থেকে আগরতলা আসবেন। এরপরই তাকে আটকের প্রস্তুতি নেওয়া হয়।
পরবর্তীতে তার কাছে .৩২ মিলিমিটারের চারটি পিস্তল, ১৫০টি বুলেট এবং পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে কাস্টমস আইন, ১৯৬২ অনুসারে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে খোয়াইয়ের প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একটি আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সদস্য। এই চক্রটি বাংলাদেশ অস্ত্র ও মাদক পাচার করে থাকে। এদিকে ভারতের ত্রিপুররার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এখান দিয়ে মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য পাচার করা হয়।