৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের সমর্থন


| PNN

১৯ মার্চ, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কাতার। মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান রাষ্ট্রদূত আল-কাহতানি।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানান, কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের আমিরকে সমর্থন এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশে সুযোগ-সুবিধা অন্বেষণ করুক উল্লেখ করে বলেন, এপ্রিলের প্রথম দিকে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতারের রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করে বলেন, তিনি আশা করেন, খুব শিগগিরই তার দেশ থেকে আরও ব্যবসায়ী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন। অধ্যাপক ইউনূস তার সরকারের সংস্কার অ্যাজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐক্যমত্য কমিশনের কাজ তুলে ধরেন।