২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

বরকত, সালামদের রক্ত ধারায় জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল: প্রধান উপদেষ্টা


| PNN

১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ বরকত, সালাম, রফিক, জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বেলা চারটায় অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, একুশ মানে মানুষের জেগে ওঠা, একুশ মানে অবিরাম সংগ্রাম। বরকত, সালাম, রফিক, জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি।