৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি

ফ্যাসিবাদ আর যেন আসতে না পারে, এজন্য প্রয়োজন নতুন সংবিধান


| PNN

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ

ফ্যাসিবাদ আর যেন আসতে না পারে, এজন্য নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, একটা নতুন সংবিধানের মাধ্যমে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব। এ সংবিধানের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আমাদের নতুন সংবিধানের জন্য লড়াই শুরু করেছি। এ দেশ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আর নতুন ফ্যাসিবাদ যেন আসতে না পারে তার জন্যই প্রয়োজন নতুন সংবিধান।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতোমধ্যে আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে। তা ছাড়া জাতিসংঘের রিপোর্টও প্রকাশিত হয়েছে। ড. ইউনূস বলেছেন যে আমাদের আন্তর্জাতিক সাপোর্ট রয়েছে, এখন আমাদের রাজনৈতিক দলগুলোর সাপোর্ট উনি কামনা করেছেন।

তিনি আরও বলেন, আমাদেরকে এখন একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যাওয়া লাগবে। ধৈর্যের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সম্পাদন করতে হবে। আজকের বৈঠকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় সবাই একমত হয়েছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন যে— জুলাই চার্টারের মধ্যদিয়ে পরবর্তীতে আসা রাজনৈতিক দলগুলো একটি বাধ্যবাধকতার মধ্যে থাকবে, যেন তারা শেষ দিন পর্যন্ত সংস্কার কাজ চালিয়ে যায়।