৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘ফেসবুকে নাহিদ-জামায়াতের আমিরের ছড়িয়ে পড়া ছবিটি এআই দ্বারা তৈরি’


| PNN

১৩ মার্চ, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের চুম্বনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনও তার ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করেন।

তবে ছবির এ দৃশ্য এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ‘রিউমর স্ক্যানার বাংলাদেশ গ্রুপ’ থেকে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে সোহান আরএসবি নামের প্রোফাইল থেকে রিউমর স্ক্যানার বাংলাদেশ গ্রুপে করা এক পোস্টে এ দাবি করা হয়।

ওই পোস্টে তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টের ছবি শেয়ার করে বলা হয়, নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির শফিকুর রহমানের এই ছবির চুম্বন দৃশ্যটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ওই দৃশ্যের মতো কোনো কিছু ঘটেনি। এছাড়াও, নাহিদ ইসলামের হাতে ওই অনুষ্ঠানে ঘড়ি না থাকলেও এই ছবিতে ঘড়ি দেখা যায়, তার পাঞ্জাবির কাফ-এ এমব্রয়ডারি করা থাকলেও ওই ছবিতে সেটি নেই।