১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে


| PNN

১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ

পিনাকী ভট্টাচার্যের নতুন বই “Fulkumari: The Tale of a Refugee and a Rat in Pandemic Paris” বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বইটি ইতোমধ্যেই আমাজনের “হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি” বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। গ্লোবাল র‍্যাংকিংয়েও এর অবস্থান ২৯,১২৮ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

 

সম্প্রতি বইটি নিয়ে নেট দুনিয়ায় নেটিজেনরা রিভিউ দিচ্ছেন।এই বইয়ে প্যারিসে বসবাসকারী এক বাংলাদেশি শরণার্থীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। মহামারির একাকিত্ব ভেঙে তিনি বন্ধুত্ব গড়েন একটি ইঁদুরের সঙ্গে, যার নাম দেন ‘ফুলকুমারী।’ প্রতিদিন ফুলকুমারীকে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন। এসব গল্পে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং তার পরিবারের স্মৃতিময় মুহূর্ত।

 

স্যোসাল মিডিয়া অ্যাক্টিভিস্ট,লেখক,ফিল্ম মেকার প্রিসিলা সম্প্রতি পিনাকীর নতুন বই ফুলকুমারী নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।যেখানে প্রিসিলা পিনাকীর ফুলকুমারী বইটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

শনিবার (১৮ জানুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে প্রিসিলা উল্লেখ করেন,Top New Release in Amazonযদি বলি উনাকে পছন্দ করি, কিছু মানুষ অখুশী হবেন !যদি বলি করি না ,মিথ্যা হয়ে যাবে !আমার একজনের পছন্দ বা অপছন্দে কিছুআসবে যাবে না !একজন মানুষের প্রতিভা থাকলেনিজেই একটা টি ভি চ্যানেল !!Amazon থেকে দাদার বইটা অর্ডার করলাম !!