১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

পর্যটন শিল্পকে চাঙ্গা করতে শিলিগুড়িতে বেঙ্গল ট্রাভেল মার্ট


| PNN

২০ জুন, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ণ

পর্যটন শিল্পের প্রসারে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্র্যাভেল মার্ট। পর্যটন শিল্পের প্রসারে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে বেঙ্গল ট্র্যাভেল মার্ট।

 

সোমবার শিলিগুড়িতে এই মার্টের ওপর তৈরি ব্রোশিয়ারের উদ্বোধন করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। জানা গিয়েছে, আগামী ৯ই সেপ্টেম্বর থেকে ১১সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে ৭তম বেঙ্গল ট্যাভেল মার্ট।শিলিগুড়ির একটি হোটেলে এই মার্ট আয়োজিত হবে।

 

এতে বাংলাদেশ, নেপাল সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা অংশগ্রহণ করবে। বিভিন্ন পর্যটনস্থল ও তার উন্নয়ন নিয়ে এই মার্টে আলোচনা হবে বলে জানা যায়। মূলত ক্রস বর্ডার ট্যুরিজমের দিকে জোর দেওয়া হবে।সোমবার দুপুরে শিলিগুড়ির একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই মার্টের ওপর তৈরি ব্রোশিয়ারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা,শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।