১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

পর্যটকে ভরপুর বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার


Amdadul Haque | PNN

১ জুলাই, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ

কোরবানির ঈদের পর দিন থেকে প্রাণ ফিরেছে বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারে। এখানকার হোটেল-মোটেল, গেস্ট ও রেস্টহাউসগুলোর শতকরা ৬০ ভাগ রুমের বুকিং হয়েছে। তবে এবার ঈদে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির একই দিন হওয়ায় ব্যবসার সময়ও বেশি হচ্ছেনা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

 

সৈকত ছাড়াও জেলার পর্যটন স্পট ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও রামুর বৌদ্ধপল্লীতেও ভ্রমন পিপাসুদের ভিড় জমছে। তবে পর্যটকদের চেয়ে স্থানীয় দর্শণার্থীদের সংখ্যাই বেশি। যাদের মাঝে চট্টগ্রাম ও আশপাশের পর্যটকও রয়েছে। তবে চালু হয়নি দেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিন নৌ-রুটের জাহাজ চলাচল।

 

এদিকে, পর্যটকদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন, লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ। এ ক্ষেত্রে নিয়ম-কানুন মানতে পর্যটকদের প্রতি পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে শনিবার দুপুরে গোসল করতে নেমে সাআদ নামে এক পর্যটকের করুন মৃত্যু হয়েছে।

 

সূত্রমতে, ঈদের ছুটিতে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আগে থেকেই কক্সবাজারের চার শতাধিক হোটেল, মোটেল, গেস্ট ও রেস্টহাউসের অধিকাংশ রুম বুকিং হয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকরা কক্সবাজার এলে কেবল শহরের সমুদ্রসৈকতেই ঘুরে বেড়ান না, পাশাপাশি ইনানীর পাথুরে সৈকত, হিমছড়ির পাহাড়ি ঝরনা ও দরিয়ানগর পর্যটনপল্লী­, টেকনাফের মাথিনকূপ, কুদুমগুহা, নেচার পার্ক, নাফ নদীর জালিয়াদ্বীপ, মিয়ানমার সীমান্ত, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধপলি­সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে যান।

 

ঈদের ছুটিতে ভিড়ের মাঝে পর্যটকরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশও বেশ সক্রিয় রয়েছে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরিন আলম।

 

তিনি বলেন, ঈদের ছুটিতে পর্যটকের আগমন একটু বেশি হয়। এটি মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। বাড়ানো হয়েছে লোকবল। পর্যটক নির্বিঘ্নে কক্সবাজার শহরের কলাতলী, সি-ইন ও লাবণী পয়েন্ট ঘুরতে পারে সেজন্য সৈকতে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা থাকছে। শুধু তাই নয়, সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ।