পর্যটকদের জন্য ফি কমিয়েছে ভুটান
Desk Report | PNN
২২ জুন, ২০২৩, ৪:৪০ পূর্বাহ্ণ
বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হয় ভুটানকে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এ দেশ। যে কারণে পর্যটকদের ভিড় লেগেই থাকে দেশটিতে। কার্বন নেগেটিভ দেশগুলোর মধ্যে ভুটান অন্যতম, এ দেশে নেই কোনো দূষণ।
তবে সম্প্রতি যদি ভুটানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন জেনে খুশি হবেন যে, পর্যটকদের জন্য ফি কমিয়েছে দেশটি। পর্যটকদের পদচারণা বাড়াতে ভ্রমণ কর কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত ভুটানের সব ভ্রমণকারীরা চার দিনের জন্য দৈনিক ফি প্রদান করে আরও চারদিন বিনামূল্যে অতিরিক্ত থাকার অনুমতি দেওয়া হবে। একইভাবে যারা ১২ দিনের জন্য এসডিএফ (স্ট্যান্ডিং ডিপোসিট ফ্যাসিলিটি) প্রদান করবে, তারা পুরো এক মাস থাকতে পারবে। অর্থাৎ, পর্যটকরা এখন ৮০০ ডলারের বিনিময়ে ৮ দিন ভুটানে থাকতে পারবেন। আর ২৪০০ ডলার দিয়ে সারা মাস থাকা যাবে। তবে এই সুবিধা শুধু সেসব পর্যটকরাই পাবেন যারা ডলারে অর্থ প্রদান করবে।
এ বিষয়ে দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দর্জি ধ্রাধুল বলেন, ভুটানে বেশি সংখ্যক পর্যটক বেশি দিন ধরে অবস্থান করলে পর্যটন খাত আমাদের অর্থনীতিকে দ্রুত গতিতে এগিয়ে নিতে সহায়তা করবে।
তবে যেসব পর্যটক ডলারে অর্থ পরিশোধ করবেন, তাদের জন্যই শুধু নতুন নিয়ম প্রযোজ্য হবে। প্রতিবেশি ভারত থেকে আসা পর্যটক, যারা রুপিতে অর্থ পরিশোধ করেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানান দর্জি ধ্রাধুল।
করোনা মহামারীর কারণে ২ বছর সীমান্ত বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বর মাসে আবারও পর্যটকদের আসতে অনুমতি দেয় ভূটান। তবে পর্যটকের প্রতি রাতের জন্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ ২০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। করোনা মহামারীর আগে দীর্ঘ ৩০ বছর ধরে পর্যটকদের জন্য এই ফি ছিল ৬৫ ডলার।
সেসময় ভুটান সরকার বলেছিল, পরিবেশ বিনষ্টকারী পর্যটকদের নিরুৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসডিএফ তহবিল দেশটির পর্যটন কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও পর্যটকদের রেখে যাওয়া কার্বন ফুটপ্রিন্ট কমাতে ব্যবহৃত হয়।
তবে করোনা মহামারির আগে দেশটির পর্যটক সংখ্যা যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনতে নতুন নীতি নেওয়া হয়েছে। চলতি জুন মাস থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে যা ২০২৪ সালের শেষ পর্যন্ত চলবে।
ভুটানের ট্যুরিজম কাউন্সিলের মহাপরিচালক দরজি ধ্রাধুল যোগ করেছেন, ভুটান তার ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পর্যটনের অবদানকে এখন প্রায় ৫ শতাংশ থেকে ধীরে ধীরে ২০ শতাংশে উন্নীত করতে চায়।
পর্যটকদের আগমনের বিষয়ে ধ্রাধুল যোগ করেছেন, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি পর্যটক ভুটান সফর করেছেন। বছরের শেষ নাগাদ ৮৬ হাজারেরও বেশি পর্যটককে স্বাগত জানাতে ইচ্ছুক ভুটান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া