২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পর্তুগাল প্রবাসীদের কনস্যুলার সেবা দিবে বাংলাদেশ দূতাবাস


Online Desk | PNN

২২ মে, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ

পর্তুগালের আলগ্রেইভ (portiamo এবং albufeira)-এর নিকটবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের জন্য আগামী ২৭ এবং ২৮ মে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস।

এ সময়ে আলগ্রেইভ (portiamo এবং Albufeira)-এর নিকটবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিগণ, যারা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক তাদেরকে নিম্নোক্ত সূচী ও ঠিকানায় আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার ( ২৭ মে) Largo de Hellodoro salgado 2 8500537,portimao (সকাল ৯ টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত)
রোববার (২৮ মে ) Tv.Antero de Quental 4b 8200-296,albufeira (সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত)

এই সময়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন গ্রহণ করা হবে। যারা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ডেলিভারী নিতে আগ্রহী তাদেরকে ডেলিভারী স্লিপ-এর নম্বর এবং দূতাবাসের মোবাইল নম্বরে ( ০০৩৫১২১২৬৯৭০৩৭ ) ২৮ মে বিকেল ৫টার মধ্যে মেসেজ দিয়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।