১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেতাকর্মীদের না জানিয়ে হাসিনার ভারত পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা: আ’লীগ নেতা


| PNN

১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের এক সিনিয়র নেতা সাংবাদিক জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন, যে সকল নেতা-নেত্রী বিদেশে পালিয়ে গেছেন, তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুদ্ধ, অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এক ফেসবুক পোস্টে জুলকার এ কথা জানান।

সেই পোস্টে আরো বলা হয়েছে, বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি। কারোই কোন প্রস্তুতি ছিলোনা। আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে। যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা মাথাপিছু ২০লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন বলেও আওয়ামী লীগের ওই সিনিয়র নেতা জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন।