১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে বান্দরবানের পর্যটন শিল্প


Desk Report | PNN

২৬ মে, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ

ভ্রমণ নিষেধাজ্ঞায় বান্দরবানে দীর্ঘদিন ধরে বন্ধ হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউসগুলো। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিন উপজেলার ৫ শতাধিক ট্যুর গাইড, বোটচালক ও পরিবহন শ্রমিকরা। জীবিকার তাগিদে অনেকে পেশা বদলেছেন। এ অবস্থা চলতে থাকলে জেলার পর্যটন খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। 

দেশের অন্যতম পর্যটন জেলা পার্বত্য বান্দরবান। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় রয়েছে দেশের সুউচ্চ পাহাড় কেউক্রাডং, তাজিংডং, রেমাক্রী, নাফাকুম, দেবতাকুম, বগালেক, রিঝু ঝর্ণাসহ অনেক দর্শনীয় স্থান। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে এই স্থানগুলো পর্যটকদের পছন্দের তালিকায় ওপরের দিকে থাকে।

পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে তিন উপজেলায় ট্যুর গাইড, নৌশ্রমিক, পরিবহন শ্রমিকসহ হোটেল-মোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করেন স্থানীয় পাঁচ শতাধিক মানুষ। তবে গত দীর্ঘ ৬ মাস ধরে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় যেতে পারছেন না পর্যটকরা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় ট্যুর গাইড ও শ্রমিকরা।

এদিকে দীর্ঘ এই নিষেধাজ্ঞা চলমান থাকলে জেলার পর্যটনশিল্পে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের কারণে গত বছরের ১৮ই অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।