৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত আ.লীগেরই: ড. ইউনূস


| PNN

৬ মার্চ, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিবিসি অনলাইনে তার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিবিসিকে এই সাক্ষাৎকার দেন তিনি।

ড. ইউনূস বিবিসিকে বলেন, ‘তারাই (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নেবে, তারা নির্বাচনে অংশ নেবে কি না। আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়ার কথা শুনে চমকে যান তিনি। বলেন, ‘আমি জানতাম না যে আমি সরকার পরিচালনা করব। আমি আগে কখনও কোনও সরকার পরিচালনা করিনি এবং তারপরও আমাকে ঠিকঠাক কাজ করতে হয়েছিল।’

ড. ইউনূস বলেন, ‘এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু বিষয় সংগঠিত করতে শুরু করি। যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।’

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। কিন্তু আগের সরকার এক ছিন্নভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে। এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা ধ্বংসস্তূপগুলো সরানোর চেষ্টা করছি।