২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নতুন লুকে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুরা


Online Source | PNN

১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ণ

বহুদিন ধরেই বেসামরিক বিমান পরিবহন সংস্থাটি ক্রুদের নতুন লুক দেওয়ার কথা ভাবছিল। পরে সেই দায়িত্ব দেওয়া হয় ভারতের নামি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে। তার মুন্সিয়ানাতেই নতুন লুক পেলেন এয়ার ইন্ডিয়ার ক্রুরা।

এয়ার ইন্ডিয়া চেয়েছিল, পুরোনোর সঙ্গে বিমানসংস্থার আভিজাত্য ধরে রেখে পোশাকে যেন আধুনিকতাও থাকে। সেই বিষয় মাথায় রেখে মণীশ দিয়েছেন তার হাতের ছোঁয়া। ককপিট ক্রুদের জন্য রয়েছে ক্লাসিক ব্ল্যাক সুট। নারীদের জন্য শেডেড শাড়ি রয়েছে। এগুলো রেডি টু ওয়্যার ওমব্রে শাড়ি। পাড়ে রয়েছে ফ্রিল। অপশন হিসেবে রয়েছে তেমনই লং প্যান্টের সঙ্গে কোট। এর সঙ্গে শাড়ির মতো করে নেওয়া হচ্ছে ওড়না জাতীয় অংশ। এতে পূর্ব-পশ্চিমের ফ্যাশন লুক যুগলবন্দি হয়েছে বলে মনে করছেন অনেকে।

পাইলটদের পোশাকে এসেছে চমক। সাদাকালোর চেনা লুকেও বেশ কিছুটা ভিন্নতা যোগ করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে ক্রুদের জুতারও নতুন লুক এনে দিয়েছেন মণীশ। ফলে সবমিলিয়ে দেখা গেছে নতুন এক লুক।

নারী ক্রুদের সিনিয়র-জুনিয়র ভেদে রয়েছে ভিন্ন ধরনের সাজ। বিশেষ করে বার্গেন্ডিসহ একাধিক রঙের শাড়ি রয়েছে নতুন ইউনিফর্মে। পুরুষদের জন্য রয়েছে বন্ধ গলা পোশাক।

মনীশ মালহোত্রা এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করেছেন। সেগুলো এখনো উন্মোচন করা হয়নি। সেগুলো দিয়ে ভারতের নামি এই ফ্যাশন ডিজাইনার কতটা নজর কাড়েন, সেদিকে তাকিয়ে সবাই।