১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুদকের অভিযান: শেখ পরিবারকে নিয়ে লেখা মানহীন বই কেনা হতো উচ্চমূল্যে


| PNN

৯ এপ্রিল, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ণ

পতিত আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলাদের মানহীন বই উচ্চমূল্যে ক্রয় করে জাতীয় গ্রন্থকেন্দ্রের পাঠাগারে পাঠানো হতো। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মূলত এসব বই শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা হতো।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।

দুদক জানায়, জাতীয় গ্রন্থকেন্দ্রে অতিরিক্ত মূল্য দেখিয়ে বই ক্রয় করে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক রেকর্ডপত্র পর্যালোচনায় দেখতে পায়, মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে বেসরকারি পাঠাগার কর্তৃক দাখিলকৃত আবেদন সরেজমিনে পরিদর্শন না করেই বেশ কিছু অস্তিত্বহীন ও নামসর্বস্ব বেসরকারি পাঠাগারকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রী ও সচিবের নিকট থাকা বিশেষ ২০ শতাংশ অনুদান অস্তিত্বহীন ও নামসর্বস্ব বেসরকারি পাঠাগারকে প্রদান করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অপর একটি অভিযোগের প্রেক্ষিতে দেখা যায়, সারাদেশের গণগ্রন্থাগারগুলোতে বিতরণের জন্য বই নির্বাচনের ক্ষেত্রে জাতীয় গ্রন্থকেন্দ্রের বই নির্বাচন নীতিমালার ব্যত্যয় করে অনৈতিক সুবিধা প্রদান করা হয়েছে। সার্বিক বিবেচনায়, এ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে বলে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

অভিযানে সংগৃহীত তথ্য পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানায় দুদকের জনসংযোগ দপ্তর।

অভিযোগ সূত্রে আরও জানা যায়,পতিত আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতা এমনকি আমলারাও শেখ পরিবারের সদস্যদের নামে বই লিখেছেন। মানহীন সেসব বই উচ্চমূল্যে ক্রয় করে জাতীয় গ্রন্থকেন্দ্র। যা সারা দেশের পাঠাগারে পাঠানো হয়। অভিযোগের প্রাপ্ত তথ্যানুসারে, ২০২২-২৩ অর্থবছরে ১২৪ জন লেখকের প্রায় ১১ হাজার বই বিতরণ করা হয় দেশজুড়ে। আর ২০২৩-২৪ অর্থবছরে ক্রয় ও বিতরণ করা হয় ৮ হাজারের বেশি বই। অভিযোগ রয়েছে প্রায় প্রতি বছর শেখ পরিবার কিংবা তাদের স্বজনদের নামে বিভিন্ন ধরনের বই ছাপানো হয়েছে। নামসর্বস্ব লেখকদের লেখা ওইসব বই বেশি দামে ক্রয় করে দেশের বিভিন্নপ্রান্তে পাঠাগারগুলোতে সরবরাহ করা হয়েছে।