১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাবিতে শার্ট-প্যান্ট পরে নামাজ-রোজা রাখলে বলা হতো তুই শিবির!


আল মামুন রাসেল | PNN

২ মার্চ, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

রমাদান উপলক্ষ্যের প্রস্তুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সেজেছে বর্ণিল আলোকসজ্জা ও রঙিন ব্যানারে।

 

শনিবার (১ মার্চ) দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার (২ মার্চ) রোজাপালন শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। রমজান শুরুর প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে হলে হলে স্থাপন করা হয় বিশেষ ধরনের রমজানের সাজ। যেখানে ফুটিয়ে তোলা হয় ঐতিহ্যবাহী চাঁদ-তারা, মসজিদের মিনার। হলের প্রবেশপথে ঝুলানো হয় রমজান থিমের ব্যানার ও ফেস্টুন।

 

এবিষয়ে স্মৃতিচারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের সাবেক শিক্ষার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল নিজ ফেসবুক টাইমলাইনে লিখেছেন-

 

‘ভালোবাসার হল মাস্টারদা’ সূর্য সেন
Ramadan Kareem🤍🌙

 

এক সময় এই হলে নিয়মিত নামাজ ও রোজা রাখার জন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠন নেতাধারী কুলাংগারদের কাছে কত জবাবদিহি করতে হতো এবং নিয়মিত নামাজ রোজা রাখলেই ট্যাগিং দেয়া হতো! কমন একটা ডায়লগ ছিল- পাঞ্জাবি টুপি পড়ে নামাজ ও রোজা রাখবি ধরে নেয়া হবে তুই তাবলীগ বাট শার্ট প্যান্ট পড়ে নামাজ রোজা রাখলে তুই শিবির!! সেই ট্যাগিং এর ভয়ে নামাজ ও রোজা প্রকাশ্যে রাখা হতো না। আজ সে হলে রমজান মাসকে স্বাগত জানিয়ে এতো সুন্দর আয়োজন দেখে চোখে পানি চলে আসছে।’

 

সাজসজ্জার বিষয়ে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের সাজসজ্জার আয়োজন করা হয়নি। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই আয়োজন করেছে।

 

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যাপীঠের সাজসজ্জা ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষার্থীরা বলছেন, এই উদ্যোগ নগরজীবনে রমজানের আধ্যাত্মিক আবহ ফিরিয়ে আনতে সাহায্য করবে।