১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ঢাকায় শুরু হচ্ছে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন


Desk Report | PNN

২৬ মে, ২০২৩, ২:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৬-২৯ মে আয়োজিত হতে যাচ্ছে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রাম। এই আয়োজনে ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও নেপালের ৯৭ ট্যুর অপারেটর অংশগ্রহণ করবে।

 

চারদিনব্যাপী অনুষ্ঠানে দেশের পর্যটন সংক্রান্ত সরকারি ও বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বিদেশি পর্যটক আকৃষ্ট করতেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই আয়োজন।

 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণের প্রচার, ক্রস বর্ডার ট্যুরিজমের প্রসার এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যুরিজম নেটওয়ার্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপাল থেকে ১২ জন, ভুটান থেকে ১৪ জন, শ্রীলংকা থেকে ১৯ জন এবং ভারত থেকে ৫২ জন ট্যুর অপারেটর অংশ নেবেন। এছাড়া ভারতের ৮টি প্রদেশ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল হতে ৫২জন ট্যুর অপারেটর অংশগ্রহণ করছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মুজিব’স বাংলাদেশ বিশেষ কান্ট্রি ব্র্যান্ডনেম প্রস্তাব করা হয়। ব্রান্ড নাম প্রধানমন্ত্রী  ২০২১ সালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উন্মোচন করেন, যা ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পর্যটন বিষয়ক সব ধরণের সংশ্লিষ্ট প্রচার প্রচারণায় ব্যবহার করা হবে।  ট্যুরিজম প্রোমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ প্রোগামটি মুলত দেশিয় পর্যটন শিল্পের অঞ্চলভিত্তিক প্রসার ও বাংলাদেশের ট্যুরিজম স্টেকহোল্ডারদের সঙ্গে নিকটবর্তী অঞ্চলের স্টেকহোল্ডারদের কানেক্টিভিটি সুদৃঢ়করণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ।

 

আয়োজনের দ্বিতীয় দিনে ২৭ মে চার দেশ থেকে আসা ট্যুর অপারেটরদের সঙ্গে বাংলাদেশের ১২৫ জন স্টেকহোল্ডারদের বিজনেজ টু বিজনেজ (বিটুবি) মিটিং অনুষ্ঠিত হবে। বিটুবি মিটিং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্রান্ড বলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।  বিটুবি মিটিং এ বাংলাদেশের পর্যটন স্টেকহোল্ডারদের মধ্যে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, এয়ারলাইন্স এবং ট্যুরিস্ট ভেসেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে।

বিদেশি ট্যুর অপারেটদের জন্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী  মো. মাহবুব আলী, সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব  মো: মোকাম্মেল হোসেন।