২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকায় চলছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার


এমদাদুল হক | PNN

৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৯ পূর্বাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ১২ তম ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’। তিনদিন ব্যাপি এই মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

 

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এই মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। মেলায় তিনটি স্টলে ১২টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল রয়েছে। এসব স্টল, প্যাভিলিয়নে চলছে নানা ধরনের ছাড়। সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকছে বি টু বি সেশন, সেমিনার ও রাউন্ড টেবিল ডিসকাশন। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে।

মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা, তবে ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত।