ঢাকায় আসছেন এয়ারএশিয়া’র প্রধান নির্বাহী বো লিংগাম
সংবাদ বিজ্ঞপ্তি | PNN
২৮ মে, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ
তিন দিনের দাপ্তরিক সফরে ৩০ মে ঢাকায় আসছেন প্রেসিডেন্ট (এভিয়েশন), ক্যাপিটাল এ এবং এয়ারএশিয়া এভিয়েশন গ্ৰুপ লিমিটেডের গ্ৰুপ চিফ এক্সিকিউটিভ অফিসার বো লিংগাম।
সফরকালে তিনি এয়ারএশিয়ার স্থানীয় অংশীদার এবং বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দিবেন। বাংলাদেশের বিমান শিল্পের আরও সম্ভাবনা বোঝার জন্য তিনি এভিয়েশন সংস্থার সাথে জড়িত বিভিন্ন অংশীজনদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এয়ারএশিয়া এভিয়েশন লিমিটেডের গ্ৰুপ সিইও হিসেবে বো লিংগাম এয়ারএশিয়া গ্ৰুপের চারটি এয়ারলাইনসের ব্যবসার (এয়ারএশিয়া মালয়েশিয়া, এয়ারএশিয়া ফিলিপাইনস, এয়ারএশিয়া থাইল্যান্ড এবং এয়ারএশিয়া ইন্দোনেশিয়া) পাশাপাশি এয়ারএশিয়ার পরামর্শক, কর্পোরেশন বিভাগসহ শেয়ার পরিষেবা এবং সান্টান ফুড গ্ৰুপ ও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার যৌথ উদ্যোগের ব্যবসা গ্রাউন্ড টিম রেড পরিচালনা করছেন।