১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসুর ১২ সম্পাদকীয় পদের ৯টিতেই ছাত্রশিবিরের জয়


নিউজ ডেস্ক | PNN

১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

এদিকে ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।

জয়ী হলেন যারা–

সহসভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া।