ট্যুরিজম বিষয়ক গণমাধ্যম ফটোনিউজ নেটওয়ার্কের অগ্রযাত্রায় সহযাত্রী হোন আপনিও
এমদাদুল হক, সম্পাদক ও প্রকাশক, ফটোনিউজ.নেটওয়ার্ক - পিএনএন | PNN
২৮ মে, ২০২৩, ৬:০২ পূর্বাহ্ণ
মিডিয়াবান্ধব একঝাঁক দেশি-বিদেশি উদ্যোক্তার পৃষ্ঠপোষকতা পেয়ে আমার নিজের সম্পাদনায় নতুন গণমাধ্যম ‘PhotoNews.Network – PNN’ শুরু করলাম আমরা।
মূলত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং চাওয়া-পাওয়ার খবর প্রকাশ করবো আমরা।
‘ছবিতেই সংবাদ’ এই স্লোগানে এভিয়েশন, ট্যুরিজম, বিদেশে উচ্চশিক্ষা, শ্রমবাজার সহ কর্পোরেট জগতের একদম ভেতরের খবরগুলো প্রকাশ করবে ফটোনিউজ নেটওয়ার্ক।
এছাড়াও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ যত খবর আছে সব খবরই হাতের মুঠোয় পাওয়া যাবে নতুন এই নিউজ মিডিয়ায়।
আমরা দেশে-বিদেশে কিছু নিউজ রিপোর্টারের পাশাপাশি কিছু ফটো সাংবাদিকও প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছি।
শুধুমাত্র ট্যুরিজম এবং প্রবাস বিষয়ক সাংবাদিকতায় যদি আপনার আগ্রহ থাকে তাহলে ফটোনিউজ নেটওয়ার্কে যুক্ত হতে পারেন আপনিও।
ফটোনিউজের সংবাদকর্মী হতে চাইলে সংক্ষেপে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন-
১. আপনি ফটোনিউজ নেটওয়ার্কে যুক্ত হতে চান কেন?
২. আপনি কীভাবে বা কোন পোস্টে যুক্ত হতে চান?
৩. আপনি ফটোনিউজের মাধ্যমে মানুষের কল্যাণে সাংবাদিকতা করবেন কীভাবে?
উপরোক্ত প্রশ্নোত্তর সহ আপনার বায়োডাটা ফটোনিউজের ওয়েবসাইটে দেওয়া অফিসিয়াল ই-মেইলে (photonewsnetworkpnn@gmail.com) পাঠান। আপনার সিভি যাচাই-বাছাই শেষে আমাদের পক্ষ থেকে ইমেইলে আপনার সাথে যোগাযোগ করা হবে।
অতীতের মতো শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ, উৎসাহ এবং সহযোগিতা কামনা করছি। ফটোনিউজে বিজ্ঞাপন দিয়ে আমাদের অগ্রযাত্রায় সহযাত্রী হিসেবে ভুমিকা রাখুন। ধন্যবাদ।
এমদাদুল হক
সম্পাদক ও প্রকাশক
ফটোনিউজ.নেটওয়ার্ক – পিএনএন