২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টোয়াব এর আয়োজনে ইন্টারন্যাশনাল ট্যুরিজম এ্যাওয়ার্ড টিটা


| PNN

৩০ মে, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে ফাস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিজম এ্যাওয়ার্ড (টিটা) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ মে) রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর দূতাবাসের চার্জ দ্যা হাইকমিশন এইচ ই মিস শিলা পিল্লাই, ফেডসরেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুব আলম, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রমাণিক।

অনুষ্ঠানে এক্সিলেন্ট ইন ট্যুর গাইডিং এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সুন্দরবনের গাইড একেএম আক্তারুজ্জামান কামাল, এক্সিলেন্ট ইন এ্যাডভ্যান্স ট্যুরিজম এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এভারেস্ট জয়ী বাংলাদেশি প্রথম নারী নিশাত মজুমদার, এক্সিলেন্ট ইন ট্যুরিজম একাডেমি এ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইন্সটিটিউট, ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনিশিয়েটর আওয়ার্ড ক্যাটাগরিতে লেখক ও গবেষক মোখলেসুর রহমান, এক্সিলেন্ট ইন রুরাল কমিউনিটি টুরিজম অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ভারতের রুরাল ট্যুরিজমের কর্মী রাজ বসু, এক্সিলেন্ট এন্ড হেরিটেজ রিজার্ভেশন এন্ড কালচারাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আরকিওলোজী বিভাগের ডক্টর আতাউর রহমান, হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ইউনিক হোটেল রিসোর্ট লিমিটেড এর সাখাওয়াত হোসেন, এক্সিলেন্ট এন্ড ট্যুরিস্ট সেফটি এন্ড আওয়ারনেস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে টুরিস্ট পুলিশ, এক্সিলেন্ট ইন লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে হোটেল ওয়েস্টিন, এক্সিলেন্ট ইন টুর অপারেটর ফ্রেন্ডলি রিসোর্ট ক্যাটাগরিতে ড্রিম স্কয়ার রিসোর্ট, এক্সিলেন্ট ইন ট্যুরিজম সাপোর্টিং এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন, এক্সিলেন্ট ইন ট্যুরিজম প্রমোটিং মিডিয়া অ্যাওয়ার্ড দ্যা বাংলাদেশ মনিটর, এক্সিলেন্ট ইন ট্যুরিজম কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে ট্যুরিজম ডকুমেন্টারি তৈরিকারী চ্যানেল পেনোরোমা ক্রিয়েটরস, এক্সিলেন্ট ইন ট্রাভেল এন্ড টেকনোলজি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এম৩৬০ ডিগ্রি ও এক্সিলেন্ট ইন ট্যুরিজম ফ্রেন্ডলি প্রেমেন্ট সার্ভিস ক্যাটাগরিতে মাস্টার কার্ডকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।