১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই যোদ্ধা: অতি গুরুতর আহত ৪৯৩ জনের তালিকার গেজেট প্রকাশ


| PNN

২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অতি-গুরুতর আহত ৪৯৩ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, আহতের নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম সবিস্তারে উল্লেখ করা হয়েছে‌।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন তালিকাভুক্ত। যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দুই লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা করে পাবেন। পাশাপাশি তাদের প্রত্যেককে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

তিনি জানান, এছাড়া এই আহতরা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তাদের পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধাও পাবেন।