৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবে আহত ১৭৪ জন পেলেন স্মার্টকার্ড


| PNN

১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের এই স্মার্টকার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর।

এসময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

ইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।