১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলা পরিষদের নব-নির্বাচিতরা শপথ নিলেন


Online Desk | PNN

২৭ মে, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ এবং  মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী আক্তারের  শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

সোমবার ২৭ (মে) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে  নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।

উল্লেখ্য, গত ৮ মে দেশের প্রথম ধাপের  উপজেলা নির্বাচনে জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯৯১৮ভোট পেয়ে নির্বাচিত হন কিশোর রায় চৌধুরী মনি ও ভাইস চেয়ারম্যান ২১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হন জুয়েল আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হন শিল্পী বেগম।